কুবি ছাত্রলীগের তিন নেতাকে মারধর, গ্রেপ্তার হয়নি কেউ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (৮ মার্চ) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান রাতের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
তবে এখনো অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। প্রশাসন তাদের আশ্বাস না রাখলে ভুক্তভোগীরা আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে ডেকেছেন বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, বুধবার (৮ মার্চ) দুপুরে ছাত্রদল নেতা ও বহিরাগতদের দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিন কনফেকশনারির সামনে শাখা ছাত্রলীগের তিন নেতাকে বেধড়ক মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি পক্ষ।
অভিযুক্তরা হলেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাসসহ অন্তত ১০-১২ জন নেতাকর্মী।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘প্রশাসন এ বিষয়ে তৎপর এবং অপরাধীদের রাতের মধ্যে গ্রেপ্তার চেষ্টা করেছে। তবে কেউ গ্রেপ্তার না হলেও অভিযান অব্যাহত আছে।’