ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা
রংপুর জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা, কলেজ, ইউনিয়নের প্রতিটি ইউনিটে পদ পেতে পরীক্ষা দিতে হয়েছে নেতাকর্মীদের। সোমবার (৬ মার্চ) বিকেলে গঙ্গাচড়া ডিগ্রি কলেজে সম্মেলন শেষে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে পদ প্রত্যাশীরা।
৫০ নম্বরের এই লিখিত পরীক্ষার সব প্রশ্ন করা হয়েছে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে। পরীক্ষার নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট। ছাত্রলীগের ৯ জন পদপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষা শেষে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। এ জন্য ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর প্রশ্ন করে আমরা পরীক্ষা নিয়েছি। যাঁরা ভালো ফলাফল করবে, তাঁদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।
এর আগে, রংপুরের কাউনিয়া,পীরগাছা ও বদরগঞ্জ উপজেলা, পৌরসভা, কলেজ ইউনিটে পদ পেতে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীদের।