০৬ মার্চ ২০২৩, ০০:৫০

অপ্রীতিকর কাজে জড়ালে ব্যবস্থা: ঢাবি ছাত্রলীগ সভাপতি

ছবিতে ছাত্রলীগের লোগো ও মাজহারুল কবির শয়ন  © ফাইল ফটো

ছাত্রলীগের নেতাকর্মীরা অপ্রীতিকর কাজে জড়ালে বহিষ্কার করাসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে  বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

রোববার (৫ মার্চ) রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর পাড়ে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ' অভিযাত্রায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নির্ধারক কর্মী সভায় তিনি এই কথা বলেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, মাঝেমধ্যে আমাদের কর্মীরা বিভিন্ন অপ্রীতিকর কাজে জড়িয়ে পড়ে। যার ফলে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এমন কোন কাজে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ালে আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব; তাদের বহিষ্কার করবো। আমরা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিয়েছি কেউ এমন কাজে জড়ালে যদি সেটা সত্য বলে প্রমাণ হয় তারা যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন।  আমরা চাই না গুটি কয়েক অতি উৎসাহী কর্মীর জন্য ছাত্রলীগের সম্মান ক্ষুন্ন হোক। এজন্য প্রতিটি হলের নেতাকর্মীদের উচিত মাসিক সাধারণ সভা করা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা যেনো সবাই দক্ষ, জ্ঞান সম্পন্ন, মেধাবী হিসেবে গড়ে উঠতে পারে এবং মানুষের কাছে ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যেশ্যে বলবো যেনো তারা অনলাইন মাধ্যমে ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রচার প্রচারণা চালিয়ে যায়। মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে গুজব সৃষ্টি করা হয় আমাদের সম্মান ম্লান করার জন্য, এজন্য আমাদের অনলাইনে আরো দক্ষ হয়ে উঠতে হবে। আমরা ঢাবি ছাত্রলীগের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি, যেনো প্রতিটি শিক্ষার্থী একজন দক্ষ, আত্মশক্তিতে বলীয়ান হয়, দক্ষ মানব সম্পস হিসেবে গড়ে উঠে, যোগ্য নেতা হিসেবে গড়ে উঠে। এসব স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সবাই আত্মপ্রত্যয়ী হয়ে নিজেকে গড়ে তুলবে একজন মানবসম্পদ হিসেবে।

জহুরুল হক হলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল হক হল সাবেক সভাপতি কামাল উদ্দিন রানা। এছাড়াও কর্মী সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।