ছাত্র ইউনিয়নের বিন্দু দেশের প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা

শিশির বিন্দু
শিশির বিন্দু  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এক ট্রান্সজেন্ডার নারী। তার নাম শিশির বিন্দু। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। 

আজ বুুধবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই ছাত্রনেতাকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির দাবি, বিন্দু বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা।

এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। শিশির বিন্দুকে রাজবাড়ী জেলার সহ-সভাপতি নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।


সর্বশেষ সংবাদ