ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পত্তি ক্রোক করার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ফেনী প্রেসক্লাবের মোড়ে পুলিশের বাঁধা টপকে বিক্ষোভ মিছিলটি শহীদ শহীদুল্লা কায়সার সড়কের প্রবেশ করলে পুলিশ আবারও বাঁধা দেয়।
এসময় পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ছাত্রদলের তিন জন কর্মীকে আটক করেন বলে দাবী করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
মোরশেদ আলম মিলন জানান, পুলিশ অতর্কিত ভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করে। মিছিল থেকে আটক করে নিয়ে যায় ছাত্রদলের ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইয়াছিন, মোটবী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার এবং সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আজিজ স্বপনকে।
তিনি আরও জানান, পুলিশ অমানবিকভাবে লাঠিচার্জ করায় আহত হয় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, তাজুল ইসলাম পাভেল, দাগনভুইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফ উদ্দিন পলাশ সহ ৩০ জন নেতাকর্মী।
আরও পড়ুন: ৫ মাসে ১২ বার সংঘর্ষ চবি ছাত্রলীগের, নীরব প্রশাসন
এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টির সময় পুলিশ এয়াছিন, কাউসার ও আবদুল আজিজ স্বপন নামের ৩ জনকে আটক করেছে। ইতোপূর্বে দায়ের করা মামলায় তারা আসামি থাকায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় ফেনী জেলার বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় সমাবেশের অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল সহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।