০৭ জানুয়ারি ২০২৩, ১৪:৩৬

পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ শনিবার দুপুরে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম। তিনি বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের সম্পত্তিতে আপনাদের নজর কেন? অবৈধভাবে সম্পদ অর্জনের ধারায় সরকারের এসব পদক্ষেপ।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ মাফিয়া সরকারের যে কোন ষড়যন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দিবে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।