সরকারি পিসি কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

লোগো
লোগো  © টিডিসি ফটো

বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

এই স্থগিতাদেশের মাধ্যমে সরকারি পিসি কলেজ ছাত্রলীগের সভাপতি সরদার ইয়াসির আরাফাত নোমান যুগের সমাপ্তি হলো বলে মনে করছেন কলেজ ছাত্রলীগের সাধারণ কর্মীরা।

আরও পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রথম কমিটি দিল ছাত্রলীগ

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওশান বলেন, মেয়াদ শেষ হওয়ায় ও নতুন নেতৃত্বকে সামনে আনতে পিসি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এই কমিটি দায়িত্ব পালন করছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটির বিষয়ে পরে জানানো হবে।  

জেলা ছাত্রলীগের সভাপতি মনির বলেন, কোনো বিশেষ কারণ না, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ