ছাত্ররাজনীতির নামে শিক্ষার্থীদের অস্ত্র দিয়েছেন খালেদা: শ. ম. রেজাউল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১০:৫৫ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২২, ১০:৫৫ PM
‘ছাত্ররাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন খালেদা জিয়া; শেখ হাসিনা শিক্ষার্থীদের নতুন বই দেন আর খালেদা জিয়া অস্ত্র দেন’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ. ম. রেজাউল করিম বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের পৃষ্ঠপোষকতায় অস্ত্রের মাধ্যমে হল দখল ও টেন্ডরাবাজি হয়েছিল গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে। সাধারণ ছাত্ররা হলে অবস্থান করতে পারত না। কিন্তু শেখ হাসিনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন: ছাত্রলীগের বাধায় ইবিতে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের আদর্শ রাজনীতির শিক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও কলম তুলে দিয়েছেন শেখ হাসিনা। বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়। আর সে বই পেয়ে শিক্ষার্থীরা তাদের পাঠে ফিরে যায়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পাঠ্যবইয়ের সংকট ছিল।
উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন শেখের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক।
এছাড়াও এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বক্তব্য দেন।