০৫ ডিসেম্বর ২০২২, ২০:৫১

নেত্রকোণায় ছাত্রলীগের ১২ ইউনিটের কমিটি ঘোষণা

  © সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা জেলায় ছাত্রলীগের ১২ টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাত ১১ টা থেকে ঘোষণা করা এই ১২ ইউনিটে ৩০২ জনকে নেতৃত্ব দেওয়া হয়েছে। 

নেত্রকোণা জেলা ছাত্রলীগের  সভাপতি রবিউল আওয়াল শাওন ও  সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে ১২ ইউনিটের কমিটি দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবির হলের ডাইনিং-ক্যান্টিন তদারকি করবে ভোক্তা অধিদপ্তর

১২ ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সোলায়মান হোসেন হাসিব, সম্পাদক পদে শাহাদাত হোসেন। পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে হৃদয় খান নাঈম, সম্পাদক পদে ইশরাক আহম্মেদ হৃদয়, আবু আব্বাস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে অপূর্ব চৌধুরী, সম্পাদক পদে শামীম রাইহান রিফাত, সুসং সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হালিম মিয়া, সম্পাদক পদে নাহিদুল ইসলাম নাঈম।

এছাড়াও রয়েছেন, কমলাকান্দা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে মোঃ মেহেদী হাসান, সম্পাদক পদে ইনসান মিয়া। বারহাট্রা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে রানা সরকার, সম্পাদক পদে তনয় দত্ত। হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ শ্যামগঞ্জ শাখা ছাত্রলীগের সভাপতি পদে নাসিমুল হাসান বিজয়, সম্পাদক পদে এমদাদুল হক বিজয়। তেলিগাতী সরকারি কলেজ আটপাড়া শাখা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে ওয়ালীউর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহামুদ তালুকদার রিয়াদ। কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পদে ইখতিয়ার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল আউয়াল। কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক পদে প্রিন্স কবির খান বাবু, যুগ্ম আহ্বায়ক হিসেবে হেদায়েতুল্লাহ। কেন্দুয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে ইয়াসিন আলম সোহাগ, যুগ্ম আহ্বায়ক পদে রাফিত হোসেন বিজয়, বারহাট্টা উপজেলা শাখা ছাত্রলীগের আহ্বায়ক পদে ইসরান হাসান সাকিব, যুগ্ন আহ্বায়ক পদে ফজলে রাব্বি খান। 

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার নির্দেশে আমরা অটল থাকব। নেত্রীর আদর্শকে সাথে নিয়ে আমরা অবিচল কাজ করে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবিচল কাজ করে যাব।