ছাত্র ইউনিয়নের দুই অংশের ‘ঐক্যবদ্ধ’ জাতীয় সম্মেলন ৯-১১ ফেব্রুয়ারি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিবাদমান দুই অংশের ৪১তম ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন আগামী বছরের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের বিবাদমান দুই অংশের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সৌরভ সোমাদ্দার ও সঞ্চালনা করেন বিএম জুবায়ের প্রধান।
আরও পড়ুন: ললিপপ হাতে শিক্ষিকার সঙ্গে সেলফি, সেই শিক্ষকের বরখাস্ত চেয়ে আল্টিমেটাম
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সম্মেলন সফল করার লক্ষ্যে ৫০১ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হয়েছেন অনিক রায় এবং আহবায়ক হয়েছেন সুমাইয়া সেতু। আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) যৌথ কর্মিসভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হবে।
এতে আরও জানানো হয়, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অনিক রায় এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া সেতু। আগামী শনিবার যৌথ কর্মিসভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হবে।