রোকেয়া হলের পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাবি ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জাাননো হয়।
এতে আতিকা বিনতে হোসেনকে সভাপতি ও অন্তরা দাস পৃথাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ সভাপতিরা হলেন- নুসরাত জামান নিতু, সাবরিনা শারমিন, সোনিয়া খাতুন, আর্পিতা রায়, রিফা জাকিয়া, সুইটি মোদক মনীষা, আমিনা বাসার অনি, আদিবা আরেফিন সিলভিয়া, সুমাইয়া শিকদার সুমা, জুঁই বৰ্মণ, সিদরাতুল মুনতাহা (তৃষ্ণা) প্রমুখ।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- সাইফুন্নেছা ইলমী, সানজানা হোসেন অন্তরা, তানহা নুর বিন্দু, সামিহা মাহুব ঐশী, সাজিয়া রহমান সিলভী, নোশিন মুবাশিরা, প্রেমা কর্মকার, আফিয়া আনতারা মিম্মা, মালিহা মাশশারাত পূর্না, আলফতউন আলিসজ্ঞান প্রত্যাশা, রাবেয়া বশরি মিমি, আসমা আক্তার মিফতা প্রমুখ।
জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রোকেয়া হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে আতিকা বিনতে হোসেন এবং অন্তরা দাস পৃথা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সোমবার প্রকাশিত হল পূর্ণাঙ্গ কমিটি।