২২ নভেম্বর ২০২২, ২৩:৪৯

ঢাবিতে একদিনে ছাত্রলীগের নেতৃত্ব পেল ৬৯১ জন 

ঢাবি ছাত্রলীগ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি হলে ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। হলগুলো হল- শামসুন নাহার হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, মাস্টারদা সূর্যসেন হল। হলগুলো থেকে ছাত্রলীগের ৬৯১ নেতৃত্ব বেরিয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে  ১৪১ জন স্থান পেয়েছে। অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ ২০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

একইদিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আধাঘন্টা পরে মাস্টারদা' সূর্যসেন হল শাখা ছাত্রলীগের ২২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারিতে উক্ত হলগুলোতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করে আংশিক কমিটি দেওয়া হয়েছিল।