ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৩:৩৫ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০৪:০১ PM
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। আজ রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বকশিবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে গতকাল শনিবার (১৯ নভেম্বর) সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছিলেন, দেশের সব মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে (জেলা পদমর্যাদার সব ইউনিট) এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদেলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, জুয়েল হাসান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ (এফআর), মোঃ তরিকুল ইসলাম তারিক, ফারহান মুহাম্মদ আরিফ, নাছির উদ্দীন শাওন, সাদ্দাম হোসেন, শাহদাত হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, সৈকত মোর্শেদ, বোরহানউদ্দিন খান সৈকত, আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, অমর একুশে হল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, জিয়া হলের কর্মী মাহমুদুল হাসান, রানা, সাব্বির, বিজয় ৭১ হলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, কর্মী সাজ্জাদ হোসাইন, আহসান হাবিব রায়হান, জসীমউদদীন হলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কর্মী জুবায়ের আলী, সূর্যসেন হলের, যুগ্ম সম্পাদক, মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মুস্তাকিন আল মামুন পিয়াল, কর্মী আসিফ মাহমুদ আকাশ, শিপন মিয়া, হাজী মোহাম্মদ মহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল হক নয়ন, কর্মী আবু জার গিফারী ইফাদ, বঙ্গবন্ধু হলের কর্মী সাইফ আল ইসলাম দ্বীপ, স্যার এ এফ রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ রহমান, কর্মী রাফসান জানি পরশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কর্মী মোঃ আবদুল্লাহ সাব্বির, নাসির উদ্দীন, আতিক মোর্শেদ, শাহরিয়ার লিওন, আতিক ইশরাক, এসএম হলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন মিয়া,ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন প্রমুখ।
এর আগে আরেক বিবৃতিতে নয়ন মিয়াকে ‘হত্যা’ করা হয়েছে উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন।
বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ দলবাজ পুলিশ সদস্যরা নয়ন মিয়াকে গুলি করে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত পুলিশ সদস্যদের যথাযথ বিচার করতে হবে। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরাই তাদের সহযোদ্ধা ভাইয়ের হত্যার ন্যায্য বিচারের দায়িত্ব পালন করবে।