নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্রদল

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার (১৩ নভেম্বর) শাখা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কমিটিতে সভাপতি করা হয়েছে জাহিদুল ইসলাম আনন্দকে আর সাধারণ সম্পাদক হয়েছে আর. আহসান রাফিসকে।
আগামী এক বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে পুর্ণাঙ্গ কমিটির খসড়া করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে।
সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আরও যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি তামিম ফাইয়াদ রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সৌরভ শেখ, যুগ্ম সম্পাদক আহাব নাজমুল সাবিত ও মো. নাসিমুর রহমান রাতুল এবং সাংগঠনিক সম্পাদক মেহের হোসেন ইসমাস।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

বাংলা একাডেমিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ

সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে অর্ধ কোটি টাকা ঘুষ দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

ঢাকা সিটি কলেজে অনিয়ম তদন্তে বাধা দিতেই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন
