০৭ নভেম্বর ২০২২, ২০:৪৭
ইসলামী ছাত্র মজলিসের ঢাবি শাখার নেতৃত্বে সিয়াম-নিরব
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার(০৭ নভেম্বর) দুপরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এই কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখার নতুন কমিটিতে সিয়াম কাজীকে সভাপতি ও এম এইচ নিরব সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
এছাড়া ঢাবি শাখার নির্বাহী পরিষদে সামির সাদিককে বায়তুলমাল ও ক্যাম্পাস সম্পাদক, রেজওয়ান আহমদকে অফিস সম্পাদক, শেখ তামিমকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি পাঠাগার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান আহমেদ এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ আব্দুল্লাহ।