০৩ নভেম্বর ২০২২, ১৫:৫৬

প্রক্সি চক্রের ‘গডফাদারের’ বহিষ্কারাদেশ প্রত্যাহার ছাত্রলীগের

  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হওয়া আরও দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ তুলে নেওয়া অন্য দুজন হলেন, রাবি শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসেম। বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে চোখ তুলে নেওয়ার হুমকি প্রদান ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৯ সালে ২৮ সেপ্টেম্বর তাদের বহিষ্কার করা হয়েছিল। আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মুশফিক তাহমিদ তন্ময় সংগঠনের একটি শীর্ষ পদ পদপ্রত্যাশী।

গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়েন বায়েজিদ খান নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বায়েজিদ জানান, তার সহপাঠী মুশফিক তাহমিদ তন্ময় তাঁকে এই কাজ দেন।

গত ২৯ জুলাই সমকালে 'প্রক্সি চক্রের অধিনায়ক রাবি ছাত্রলীগের তন্ময়' শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তার একটি ব্যাংক অ্যাকাউন্টে ৪২ লাখের বেশি টাকা লেনদেনের খবর ওই প্রতিবেদনে উঠে আসে। পরে গত ৪ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।