২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০১

ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের দুই নেতার অবস্থা আশঙ্কাজনক

ছাত্রদলের আহত নেতাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হওয়ায় ছাত্রদলের নেতাদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাদের দেখতে যান। এ সময় চিকিৎসকদের কাছে তাদের খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ জন নেতা গুরুতর জখম হয়েছেন। এ হাসপাতালে ভর্তি আছে সাতজন। তাদের সবার অবস্থা গুরুতর। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা।’

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর হামলাকারী সবাই ছাত্রলীগের

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপি ও ছাত্রদেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সিগঞ্জে পুলিশি হামলায় আহত জাহাঙ্গীরকে দেখতে যান বিএনপি মহাসচিব।