তদন্ত কমিটি থেকে নাম প্রত্যহার করলেন বেনজির নিশি
ইডেন কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের বিশৃঙ্খলা তদন্তে গঠিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। তবে কমিটির আরেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি তিলোত্তমা শিকদারের বিষয়ে কিছু জানা যায়নি।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাম প্রত্যাহারের বিষয়টি বেনজির হোসেন নিশি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কলেজের কেউ এই কমিটি নিয়ে প্রশ্ন তুললেও আমি নাম প্রত্যাহার করতাম। সেখানে এই কমিটি নিয়ে অনেকেই অনেক কথা বলছে। তাই কমিটিতে থাকার প্রশ্নই আসে না। আমি আমার নাম প্রত্যাহার করেছি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করব।
এর আগে রোববার সকালে ইডেন কলেজের ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিলোত্তমা শিকদার ও বেনজির নিশিকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, গণমাধ্যমে সাক্ষাতকার দেওয়ায় গতকাল শনিবার ইডেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠে একই কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনা রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনেও এই দুই গ্রুপের নেতাকর্মীদেএ মধ্যে সংঘর্ষ হয়।