কওমি মাদ্রাসায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি

কওমি মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ
কওমি মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ

বাম ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি বিক্ষোভ মিছিলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কওমি মাদ্রাসা শাখার ব্যানারে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে তাতে বিক্ষোভ করতে দেখা যায়। একজনের হাতে ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে’ লেখা প্ল্যাকার্ড রয়েছে। এ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা।

ব্যানারে লেখা ‘মহান শিক্ষা দিবস। ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী কর, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও।’ আর এর নিচে লেখা ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কওমি মাদ্রাসা শাখা।’

কওমি ঘরানায় সমাজতান্ত্রিক সংগঠনকে ভালোভাবে দেখা হয় না। তাদের দৃষ্টিতে সংগঠনগুলো ধর্মবিরোধী। সেই কওমি ঘরানায় ছাত্র ফ্রন্ট কীভাবে শাখা খুলল তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুটি কমিটি রয়েছে। একটির মূল সংগঠন হলো বাসদ। অন্যটির বাসদ মার্ক্সবাদী।

আরো পড়ুন: কমিটির জন্য জীবনবৃত্তান্ত নিল ঢাবির এফ রহমান হল ছাত্রলীগ

বাসদ মার্ক্সবাদী ছাত্র ফ্রন্টের কওমি মাদ্রাসায় কোনও কার্যক্রম নেই। তবে বাসদ ছাত্র ফ্রন্ট (বাসদ ২০১৭ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে কোনও কমিটি নেই। এই অংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান এ তথ্য জানিয়েছেন। অন্য অংশের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, এই ছবিটা তাদের না। ছাত্র ফ্রন্টের বাসদ কমিটির। তারাই কার্যক্রম চালায়।

শোভন রহমান বলেন, দিনাজপুরে তিনটা মাদ্রাসায় কাজ আছে। তবে কমিটি নেই। জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি হাসনাত এবং সাধারণ সম্পাদক মুক্তা আক্তার মিম তত্ত্বাবধান করেন তাদের। বিচ্ছিন্নভাবে ঢাকার কয়েকটা মাদ্রাসায়ও কার্যক্রম চলে।

তিনি বলেন, যারা এখানে পড়াশোনা করে তারা সবচেয়ে অবহেলিত মানুষজন, যাদের অন্য কোথাও পড়ার সুযোগ নেই। আমাদের দাবি, শিক্ষাব্যবস্থাটা এক ধারায় চলুক। কিন্তু শিক্ষাব্যবস্থাটা এখন বহুধারায় বিভক্ত। একদিকে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করে যেতে হবে, তেমনি অন্য ধারায়ও কাজ করতে হবে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে এক ধারার শিক্ষাব্যবস্থার দাবিতে। ভাইরাল ব্যানারেও তা লেখা আছে।এ কার্যক্রমের আওতা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ