১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৯

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে জাবির ৭ জন

জাবি-ছাত্রদল   © লোগো

বিএনপি’র ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ৭জন সাবেক নেতা পদ পেয়েছেন। 

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন। 

এর আগে, চলতি বছরের ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। গত রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রাপ্তদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান সোহান ( ইংরেজি বিভাগ- ৩৬ তম ব্যাচ) ও আব্দুর রহিম সৈকত  (ইতিহাস বিভাগ- ৩৮ তম ব্যাচ), ইতিহাস বিভাগের ৩৫ তম ব্যাচের ছাত্র কাজী রেজাউল করিম রাজু সহ-সাধারণ সম্পাদক, সহ-দফতর সম্পাদক পদে শাহরিয়ার মজুমদার শিমুল (সওরা-৩৯ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইব্রাহীম খলীল বিপ্লব ( বাংলা বিভাগ- ৩৯ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর ( অর্থনীতি বিভাগ- ৩৯ তম ব্যাচ), সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেশ ( ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ- ৪০ তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।