আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ইয়ুথ ফোরাম

আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ইয়ুথ ফোরাম
আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ইয়ুথ ফোরাম  © সংগৃহীত

'ইয়ুথ ফর ফিউচার' স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম। বৃহস্পতিবার (১২ আগস্ট) অনলাইন প্লাটফর্ম গুগল মিটে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদুজ্জামান জিসান দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন চুয়েটের সাদমান শাবাব অর্ণব, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের আব্দুল হালিম খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাহিম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদ সৌরভ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফায়জুর রহমান প্রমুখ।

আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ ইয়ুথ ফোরাম তরুণদের একটি প্লাটফর্ম। সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে কাজ করবে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ