২২ এপ্রিল ২০২১, ১৭:২৩

ইভার মেডিকেলে পড়ার বাধা কাটল

জুনাইদ আহমেদ পলক ও ইভা খাতুন  © সংগৃহীত

সরকারি মেডিকেলে চান্স পেয়েও টাকার অভাবে স্বপ্ন ভঙ্গ হতে চলেছিল নাটোরের বাগাতিপাড়ার মেধাবী শিক্ষার্থী ইভার। তবে তার মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণের বাধাঁ কেটেছে। তাকে সহযোগিতায় এগিয়ে এসেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানা গেছে, ইভা খাতুনের বাড়ি বাগাতিপাড়া উপজেলার সলইপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী ও ঝরনা বেগমের মেয়ে। গত দুই এপ্রিল অনুষ্ঠিত হওয়া এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। তবে দরিদ্র হওয়ায় ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তার পড়ালেখার দায়িত্ব নেন জুনাইদ আহমেদ পলক।

এ বিষয়ে পলক বলেন, ইভা খাতুনের মা একজন সংগ্রামী নারী। তার চেষ্টায় ইভার এই সাফল্য। আমি ইভার পড়ালেখার যাবতীয় খরচ বহন করবো। আমি বেঁচে থাকতে তার কোনো চিন্তা নেই।

এ প্রসঙ্গে ইভা খাতুন বলেন, জুনাইদ আহমেদ পলক আমার সঙ্গে ও আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। আমার পড়ালেখার সব দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।