ইভার মেডিকেলে পড়ার বাধা কাটল
সরকারি মেডিকেলে চান্স পেয়েও টাকার অভাবে স্বপ্ন ভঙ্গ হতে চলেছিল নাটোরের বাগাতিপাড়ার মেধাবী শিক্ষার্থী ইভার। তবে তার মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণের বাধাঁ কেটেছে। তাকে সহযোগিতায় এগিয়ে এসেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জানা গেছে, ইভা খাতুনের বাড়ি বাগাতিপাড়া উপজেলার সলইপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী ও ঝরনা বেগমের মেয়ে। গত দুই এপ্রিল অনুষ্ঠিত হওয়া এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। তবে দরিদ্র হওয়ায় ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তার পড়ালেখার দায়িত্ব নেন জুনাইদ আহমেদ পলক।
এ বিষয়ে পলক বলেন, ইভা খাতুনের মা একজন সংগ্রামী নারী। তার চেষ্টায় ইভার এই সাফল্য। আমি ইভার পড়ালেখার যাবতীয় খরচ বহন করবো। আমি বেঁচে থাকতে তার কোনো চিন্তা নেই।
এ প্রসঙ্গে ইভা খাতুন বলেন, জুনাইদ আহমেদ পলক আমার সঙ্গে ও আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। আমার পড়ালেখার সব দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।