৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও আর্থিক সংকটে ভর্তির অনিশ্চয়তা
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহজ ৬ বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েও ভর্তি হতে পারছেন না নাটোরের মেধাবী শিক্ষার্থী জুবায়ের ইবনে আল মাহমুদ।
জুবায়ের নাটোরের লালপুর উপজেলার অটোরিকশাচালক কামরুজ্জামান ইমনের সন্তান। পরিবারের আর্থিক সংকট বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার উচ্চশিক্ষায়।
জুবায়েরের বাবা বলেন, তার তিন ছেলেমেয়ে। ছোট মেয়ে মরিয়মের বয়স ৪ বছর। মেজ মেয়েটি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলের এমন সাফল্যে অনেক খুশি হয়েছেন; কিন্তু তার পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই। তিনি রাজশাহী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে এক বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। এখন নিজের চিকিৎসা ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। বাড়ি ছাড়া আর কোনো জমি নেই তার। এ অবস্থায় কীভাবে ছেলের পড়াশোনার খরচ চালাবেন, বুঝতে পারছেন না।
জুবায়ের জানান, তার স্বপ্ন পাইলট হওয়া। তার এই স্বপ্ন পূরণ করতে সবাইকে পাশে চান।
এ বিষয়ে লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ হোসেন বলেন, ‘জুবায়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় সে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। কলেজে পড়ার সময় তাকে বিভিন্নভাবে সাহায্য করেছি। তার বাবা সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে।'