জুলাই বিপ্লব স্মরণিকায় লেখা আহবান করছে ‘ওয়ান টু ওয়ান স্কুল’
জুলাই-আগস্ট বিপ্লবের নানা ঘটনা প্রবাহ নিয়ে লেখার আহবান করছে শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্লাটফর্ম ‘ওয়ান টু ওয়ান স্কুল’। দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদের পতন জুলাই- আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। এই বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে নতুন আরেক বাংলাদেশ; যাকে সবাই বাংলাদেশ ২.০ হিসেবে আখ্যা দিচ্ছেন।
ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে জাতীয় জীবনে সংরক্ষণের লক্ষ্যে ওয়ান টু ওয়ান স্কুল কর্তৃক”জুলাই বিপ্লব” শীর্ষক একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত স্মরণিকায় লেখার জন্য দেশব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নিচে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো-
প্রতিযোগিতার বিষয়:
২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের শাহাদাতবরণ, পঙ্গুত্ববরণ, কিংবা বিপ্লবের যে কোন লোমহর্ষক, রোমাঞ্চকর ঘটনাকে কেন্দ্র করে আপনার প্রবন্ধ, গল্প, কবিতা ও ছড়া।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
১. প্রবন্ধ, গল্প, কবিতা ও ছড়া বিপ্লব সংশ্লিষ্ট সত্য ঘটনা অবলম্বনে হতে হবে।
২. গল্প বা প্রবন্ধ ২০০০ (দুই হাজার) শব্দের মধ্যে হতে হবে।
৩. লেখাটি আমাদের 'ওয়ান টু ওয়ান স্কুল' এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে। (যেন আপনার লেখার মাধ্যমে আপনার আশ পাশের লোকজন বিপ্লবের মূল ঘটনাটি জানতে পারে এবং আপনার লেখার ব্যাপারে পাঠকদের প্রতিক্রিয়া বিচার করা যায় )
আরও পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে অগ্নিসংযোগ-লুটপাট
যেভাবে পোস্ট করবেন:
লেখার শুরুতে নিচের হ্যাশট্যাগ ব্যবহার করুন:
#২৪_বিপ্লব_স্মরণিকা_1to1school #২৪_জুলাই_আগস্ট_বিপ্লব #1to1school
হেডলাইন-
------------------------------------------------------------
মূল লেখা-
(হ্যাশট্যাগের কারণ: আপনার লেখাকে যেন ট্রেস করা যায়)
ওয়ান টু ওয়ান স্কুল”এর অফিশিয়াল গ্রুপ: https://www.facebook.com/groups/1783692958496460
পুরস্কার:
১. সেরা লেখকদের থাকবে ৫০,০০০ টাকা সমমূল্যের পুরস্কার। (পুরস্কার দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং সেরা লেখাগুলো জাতীয় পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ চেষ্টা করা হবে)।
২. সেরা লেখকদের লেখাগুলো ‘২৪ বিপ্লব স্মরণিকা 1to1school' -এ ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।
লেখা পোস্ট করার শেষ সময় : ১৫ নভেম্বর-২০২৪