২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১

চিকিৎসা বিজ্ঞানের গবেষক হতে চান অক্সফোর্ড শিক্ষার্থী ফায়জা আহসান

নাওয়ারা ফায়জা আহসান  © টিডিসি ফটো

চিকিৎসা বিজ্ঞানের একজন গবেষক হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনোম মেডিসিনে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন বাংলাদেশি মেয়ে নাওয়ারা ফায়জা আহসান। একই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি করছেন তিনি।

প্রতিভাবান এই শিক্ষার্থী থাইল্যান্ডের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল নিয়ে তার স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনোম মেডিসিন এর উপর মাস্টার ডিগ্রি করার সুযোগ লাভ করেন। 

মেয়ের অর্জনে ফায়জার বাবা, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভিসি ও ভিসি (ভারপ্রাপ্ত) গিয়াস ইউ আহসান জানান, আমার মেয়ের জন্যে আমি গর্বিত। আমার তিন মেয়ে। তাদের ভবিষ্যৎ নিয়ে সবসময় ভেবেছি। চেয়েছি মেয়েরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। মেয়ের এমন সাফল্য দেখে বাবা হিসেবে আমি নিজেকে সার্থক মনে করছি।

ফায়জা আহসানের শিক্ষায় সাফল্যের পথ বাংলাদেশে শুরু হয় ইংরেজি মাধ্যম থেকে। তার মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক মাস্টার ডিগ্রি প্রাপ্তি বিশ্বব্যাপি চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণাকে আরো সম্প্রসারিত করবে বলে জানান বাংলাদেশের এই কৃতি মেধাবী শিক্ষার্থী।