১২ আগস্ট ২০১৮, ২০:১৫

ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র ফারুক বাঁচতে চায়

ফারুকের চিকিৎসা ব্যয় মেটাতে সকলের সহযোগিতা চেয়েছেন তার সহপাঠী ও পরিবার।  © টিডিসি ফটো

একটা দু:স্বপ্ন যেন চারদিক থেকে ঘিরে রয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। পরিবারের অভাব অনটন নিত্যই ছিল। তবুও আক্ষেপ করিনি কোন বিষয়ে। অনেক স্বপ্ন দেখতাম। কিন্তু সেই স্বপ্ন কাঁচের মতো ভেঙ্গে যাবে তা স্বপ্নেও ভাবিনি- এই কথাগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ফারুক আহমেদের ফেইসবুক টাইমলাইন থেকে নেয়া।

২০১৪-১৫ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফারুক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা করানো যাচ্ছে না। ফারুকের এই জীবন সংগ্রামে চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার সহপাঠী ও পরিবার।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লুচনপুর গ্রামের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয় ফারুক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ৪র্থ বর্ষের চূড়ান্ত সেমিস্টারে অধ্যয়ন করছেন। বর্তমানে ‘ক্রোনিক মেলোয়েড লিউকোমিয়া’ নামক ব্লাড ক্যান্সারে অাক্রান্ত। চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, ফারুককে বাঁচাতে হলে অতি দ্রুত ‘বোন মেরু ট্রান্সপ্লান্টেশন’ করাতে হবে।

ফারুক অাহমেদ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। অপারেশন, ঔষুধপত্র ও অানুষঙ্গিক খরচ বাবদ তার জন্য প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা। টাকার অভাবে, বিনা চিকিৎসায় একটা জীবনের প্রদীপ নিভে যেতে পারেনা। ফারুকের বন্ধুরা বিশ্বাস করে-সে আগের মতোই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সকলের সহযোগিতাই পারে তাকে অাগের অবস্থায় ফিরিয়ে অানতে। বন্ধুরা মিলে চেষ্টা করে যাচ্ছেন তার চিকিৎসার খরচ সংগ্রহে। বন্ধুর জীবন প্রদীপ বাঁচাতে তারা সহযোগীতা চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।

ফারুকের জন্য আর্থিক সহযোগিতা পাঠাবেন-
হিসাব নাম: ফারুক চিকিৎসা অর্থ তহবিল
হিসাব নং: ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)
বিকাশ- ০১৭৫১৬৭৮৫৭৯ (পার্সোনাল)
রকেট- ০১৯৪৪৯০৯৯৬৮-০