দ্রুততম মানব হাসান, মানবী শিরিন
মোহাম্মদ হাসান মিয়া সাতবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে হারিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন । শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৪তম সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির নবম শ্রেনীর ছাত্র হাসান ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন।
১০.৯০ সেকেন্ড সময় নিয়ে সাতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহ দ্বিতীয় হয়েছেন ।
বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানীর’ আসন ধরে রেখেছেন । মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শিরিন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন।এর মধ্যে দিয়ে সপ্তমবারের মতো দেশের দ্রুততম মানবীর মুকুট জয় করে।
এর ফলে তিনি স্পর্শ করলেন লাভলী সুলতানার সাতবার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড।
মোহাম্মদ আবদুর রউফ ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট ব্রোঞ্জ জিতেছেন ১১.০০ সেকেন্ড সময় নিয়ে।
বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তারকে পেছনে পেলে মেয়েদের ১০০ মিটারে শিরিন আক্তার স্বর্ণ জিতেছেন। ০০.১০ সেকেন্ড পেছনে পড়ে রৌপ্য জিতেছেন সোহাগী। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ব্রোঞ্জ জিতেছেন।