শতাধিক পথশিশুর ঈদ আনন্দ বাড়িয়ে দিল 'ফানুস'

জীবণের প্রতিটি অধ্যায়ে নানান অবহেলা ও বঞ্চনার শিকার হয় পথ শিশুরা। নুন্যতম মৌলিক অধিকার পূরণের সামর্থ এদের নেই। নতুন পোশাক,ভাল খাবার এদের জন্য দুঃস্বপ্ন।ঈদের সময়ও তাদের ভাগ্যে জোটে না একটা নতুন জামা।
গতকাল এমনই প্রায় শতাধিক পথশিশু ও ১১৫ টি দরিদ্র পরিবারকে একত্র করেছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'ফানুস' । সুবিধাবঞ্চিত ও অসহায় এসব মানুষদের মুখে হাসি ফুটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রত্যয়ে 'ফানুস' বিতরণ করেছে নতুন জামা,সেমাই,চিনি,দুধ সহ ঈদের বাজার-সদাই।গতকাল সকাল ১১টায় কৃষি অনুষদ চত্বরে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়। এসময় ১১৫ টি দরিদ্র পরিবারকে সেমাই, চিনি. কনডেন্স মিল্ক এবং ৯০ জন সুবিধা বঞ্চিত পথশিশুর মাঝে নতুন জামা বিতরণ করা হয়।
শুধু ঈদ সমগ্রীই বিতরণ নয় ফানুসের উদ্দোগে স্কুল থেকে ঝরে পড়া অবহেলিত কোমলমতি শিশুদের সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়।সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যšত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় চলে স্কুলের সাপ্তাহিক কার্যক্রম।
ফানুসের লিডার কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র মমিন সরকার বলেন, দেশে লাখ লাখ সুবিধা বঞ্চিত পথশিশু রয়েছে। এদের মধ্যে গুটি কয়েক পথশিশু ও দরিদ্র পরিবারকে সাহায্য করা হয়তো উল্লেখযোগ্য কিছু না। আমরা সকলের সহযোগীতায় এসব পথশিশু ও কিছু পরিবারের কাছে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি এবং গত শনিবার আমরা ব¯িততে ১০০ জনের ইফতারের আয়োজন করেছিলাম।আমরা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষদের নিকট সহযোগীতায় হাত বাড়াই তাহলে হয়ত সকলের মুখেই হাসি ফোটানো সম্ভব।
’সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ’ ব্যানারে ২য় বারের মত ঈদ সামগ্রী প্রদানের এই কার্যক্রমে উপ¯িথত ছিলেন মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. কে. বি. এম. সাইফুল ইসলাম, হর্টিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, এনিমেল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মহাব্বত আলী, বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো: আরিফ হোসেন এবং এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেসন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক নিপা মোনালিসা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার আরশাদ খান


সর্বশেষ সংবাদ