ক্রীড়া উপদেষ্টার সভায় বিশ্বকাপ রহস্য উদঘাটনের আশা মেহেদীর
বিপিএলের ফাইনাল ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করেছে চট্টগ্রাম রয়্যালস। অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক শেখ মেহেদী। এ সময় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বিষয়টি বিসিবি ও সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন।
এদিকে আজই বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদীর উপস্থিত থাকার কথা। এর আগে মিরপুরে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি।
এই অফস্পিনার বলেন, ‘ক্রিকেটার হিসেবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে? সবাই বিশ্বকাপ খেলতে চায়। তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে... ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’
যদিও এ বৈঠকে ধোঁয়াশা কাটবে নাকি বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পুড়তে হবে; সেই উত্তর নেই তার কাছে।
এ নিয়ে মেহেদী বলেন, ‘এরকম কিছু নিয়ে কথা হয়নি এখনও। শুধু প্রত্যেকটা ক্রিকেটার, যারা বিশ্বকাপ দলে আছে, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে, মিটিংয়ের জন্য। ওখানে গেলেই বোঝা যাবে আসলে রহস্যটা কী।’