গ্যালারি থেকে কোচের লাল কার্ড দেখলেন মেসি, সেমিতে মায়ামি
প্রায় দুই সপ্তাহ ইনজুরিতে কাটানোর পর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে ফের অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এবার তাকে ছাড়াই মাঠে নেমে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
অবশ্য আজ দর্শকসারিতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার অনুপস্থিতিতে দীর্ঘ সময়ের বন্ধু লুইস সুয়ারেজ দায়িত্ব নিয়েই দলীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছেন।
চেজ স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। এদিন দলের হয়ে জোড়া গোল করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ।
ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। টাইগ্রেস ফুটবলার আকুইনোর হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে পরাস্ত করেন সুয়ারেজ।
তবে বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোকে মাঠ ছাড়তে হয়। ফলে, বাকিটা সময় ভিআইপি আসনে থেকে সহকারী কোচকে ফোনে নির্দেশনা দিয়ে পার করেন তিনি। একই কারণে সেমিফাইনালেও মায়ামির ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি।
৬৭তম মিনিটে আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভরসা দেন সুয়ারেজ। ৮৯তম মিনিটে দ্বিতীয়বারের মতো স্পটকিকে সমতা ভেঙে মায়ামির জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।
লিগস কাপের সেমিফাইনালে এখনও নির্ধারিত হয়নি মায়ামির প্রতিপক্ষ। ওরল্যান্ডো সিটি ও তালুকার মধ্যকার যেকোনো একটি দলের সঙ্গে সেমিতে লড়বে তারা।