২২ জুলাই ২০২৫, ১৮:৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মিনিট নীরবতা পালন

এক মিনিট নীরবতা পালন করলেন ক্রিকেটাররা  © সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা ঘটে, যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। এমন শোকের আবহেই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

এদিন ম্যাচ শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন মাঠে থাকা দর্শকরাও।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় আগেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নিয়েছে একাধিক উদ্যোগ। আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি, শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আজকের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হচ্ছে না।