১৯ জুলাই ২০২৫, ১৫:১৬

এসিসি সভা ঘিরে কূটনৈতিক চাপ, বাতিল হতে পারে এশিয়া কাপ!

এশিয়া কাপ  © সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এই ভেন্যু নির্ধারিত হলেও, তা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করার পর, সভার ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা চেয়েছিল, এজিএম অন্যত্র সরিয়ে নেওয়া হোক।

তবে বিসিসিআইয়ের সেই অনুরোধে সাড়া দেননি এসিসির সভাপতি মহসিন নাকভ—এমন অভিযোগ ভারতীয় বোর্ডের। যে কারণে এসিসির এজিএম বয়কট করতে পারে বিসিসিআই। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। ফলে, এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা জেগেছে। 

৬ জাতির এই টুর্নামেন্টের আয়োজক ভার‍ত। কিন্তু এখনও ভেন্যু কিংবা এশিয়া কাপের সূচি ঘোষণা করেনি এসিসি। তবে, অঘোষিতভাবে শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে। এ নিয়ে ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি’র বার্ষিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় এসিসির বার্ষিক সভার ভেন্যু হিসেবে ঢাকা নিয়ে আপত্তি তুলেছে ভারত। বিসিসিআইয়ের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সভা আয়োজন অনুপযুক্ত। 

এছাড়া এসিসির সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি, ভারতের এই আপত্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। তাই, সভা বয়কট করার কথাও বিবেচনা করছে বিসিসিআই।

এক সূত্র এএনআই–কে জানিয়েছেন, ‘যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো হয়, তবেই এশিয়া কাপ হবে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। আমরা তাকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়াই পাইনি এখনও। শেষ পর্যন্ত যদি মহসিন ঢাকায় সভাটির আয়োজন করেন, তা বয়কট করবে বিসিসিআই।’

শেষ পর্যন্ত বিসিসিআই যদি সভা বয়কটের সিদ্ধান্তে অটল থাকে, তবে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হতে পারে। এর আগে, ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতের আপত্তির কারণে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে মাঠে গড়ায়। সে সময় রোহিত শর্মা ও বিরাট কোহলিরা শ্রীলঙ্কায় গিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাগতিকদের হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিলেন। চলতি বছরও একই চিত্র দেখা গেছে। পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের ম্যাচসহ ফাইনালও দুবাইয়ে হয়েছে।