২১ জুন ২০২৫, ১৯:৪৩

গল টেস্টে শান্তর ইনিংস ঘোষণা নিয়ে প্রশ্ন, জয়ের জন্য খেলেনি বাংলাদেশ?

রোমাঞ্চ ছড়িয়ে ড্র মেনে নিল বাংলাদেশ-শ্রীলঙ্কা  © সংগৃহীত

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের ফলাফল ড্র হলেও দিন শেষে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। অনেকে প্রশ্ন করেছেন, জয়ের জন্যই চেষ্টা করেনি বাংলাদেশ। যার ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে টাইগারদের।

তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কার থেকে তখন ১৮৭ রানে এগিয়ে টাইগাররা। দিনের শুরুতে মুশফিকুর রহিম ৪৯ রানে রান আউট হন। এরপরই নেমে আসে বৃষ্টি, যা খেলা বন্ধ রাখে প্রায় তিন ঘণ্টা।

বৃষ্টির বিরতির সময় বাংলাদেশের লিড ছিল ২৪৭ রান। খেলা পুনরায় শুরু হলে নাজমুল হোসেন শান্ত পূর্ণ করেন সেঞ্চুরি। এরপর ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, তখন ম্যাচে বাকি মাত্র ৩৭ ওভার।

জয়ের জন্য শ্রীলঙ্কাকে এই সময়ের মধ্যেই অলআউট করতে হতো বাংলাদেশকে। কিন্তু ৩২ ওভারে কেবল ৪ উইকেটই নিতে পেরেছে সফরকারীরা। এরপর দুই দলের সম্মতিতে ড্রতেই গড়ায় ম্যাচের পরিণতি।

তবে প্রশ্ন উঠেছে—বাংলাদেশ যদি আরও আগে ইনিংস ঘোষণা করত, তবে কি ফল অন্যরকম হতে পারত? পুরস্কার বিতরণী মঞ্চে সেই প্রশ্নই ওঠে অধিনায়ক শান্তর সামনে। জবাবে শান্ত বলেন, “হ্যাঁ, বৃষ্টি না হলে আমরা সম্ভবত আরও আগেই ঘোষণা করতাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। এসব আমাদের নিয়ন্ত্রণে নেই।”

যদিও ফল না এলেও দলের বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। বিশেষ করে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের প্রশংসা করেছেন তিনি। শান্ত বলেন, “তাইজুল ও নাঈম যেভাবে বল করেছে, সেটা অসাধারণ। বিশেষ করে নাঈম, যে খুব বেশি সুযোগ পায়নি, সে দারুণ বল করেছে।”

এই ম্যাচে ক্যারিয়ারের অনন্য এক কীর্তিও গড়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একই টেস্টে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি।

চলমান দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গল টেস্ট ড্র হওয়ায় প্রতিযোগিতার নতুন চক্র (২০২৫-২৭) বাংলাদেশ ও শ্রীলঙ্কা শুরু করল সমান ৪ পয়েন্ট করে পেয়ে। কলম্বোতে আগামী বুধবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।