ওয়ানডের বদলে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবার শুরু থেকেই চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই আসন্ন সিরিজে যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ থাকছে।
এ ছাড়া আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স। এরপর জুলাইয়ে ঢাকায় আসবে দ্য গ্রিন ম্যানরা, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর এই দুটি সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে গড়ানোর কথা ছিল। তবে গুঞ্জন উঠেছে, সিরিজ দুটির সবকটি ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আসন্ন বৈশ্বিক এই মহারণকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে।
এ প্রসঙ্গে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।