০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়নও হতে পারি: সুজন

খালেদ মাহমুদ সুজন  © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলতি এশিয়া কাপে চূড়ান্ত ভরাডুবি হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। গত দু'বারের ফাইনালিস্টরা একটিও ম্যাচ জিততে পারেনি। ফলে গ্রুপ থেকে বিদায়। এরপরও দলের ওপর অগাদ বিশ্বাস টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। তিনি বলছেন, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে।

বুধবার (৭ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের সুজন জানান, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। এই ফরম্যাটের কারণে অনেকে আমাদের তাচ্ছিল্য করে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে ভালো করার। 

টিম টাইগার্সের ওপর ভরসা রেখে তিনি বলেন, আমি মনে করি, আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে। ’কিন্তু আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতে আমি খুব খুশি হবো। ’

আরও পড়ুন: ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর নতুন মামলা

এরপর বিশ্বকাপ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এটা করতে গিয়ে হয়তো নিউজিল্যান্ড ট্যুর ও বিশ্বকাপে এক-দুইটা ম্যাচেও জিততে পারবো না। আমি মনে করি আমরা যদি ম্যাচ জিতি তাহলে খুব ভাগ্যবান। জিতবো দুই-তিনটা ম্যাচ। আমাদের এখন এমন একটা অবস্থা, বলতে পারছি না...আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়, আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। '