ভারতের ভাগ্য ঝুলে গেল পাকিস্তানের হাতে
এশিয়া কাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে ভারত। ফলে ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে তাদের। বৃহস্পতিবার শেষ ম্যাচে শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না তাদের। অন্য ম্যাচগুলোর ফলাফলেও তাকিয়ে থাকতে হবে রোহিত, কোহলিদের।
মঙ্গলবার জিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে পয়েন্ট নেই। এ অবস্থা থেকেও ফাইনালে ওটার সম্ভাবনা আছে ভারতের। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছে। তা হলেই ভারতের কপালে ফাইনাল জুটতে পারে।
আরো পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালে এক পা শ্রীলঙ্কার
আনন্দবাজার পত্রিকার হিসেব অনুযায়ী, পাকিস্তান দু’টি ম্যাচ হারলে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে তিন দলের পয়েন্ট হবে দুই। তখন নেট রান রেট দেখা হবে। আফগানিস্তানের মতো ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে নেট রানরেট আরও বাড়বে।
অন্যদিকে, পাকিস্তান দু’টি ম্যাচই হারলে নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা। আজ বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারাল্য়েই ছিটকে যাবে ভারত। এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগও হারাবে ভারত।