০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

মুশফিকের অবসর, জানাননি বিসিবিকে 

মুশফিকুর রহিম  © সংগৃহীত

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। তবে  তার বোর্ডের সাথে আলোচনা না করেই মুশফিক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এক গণমাধ্যমকে জানান, মুশফিক এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ডেকে জানাননি।

তবে এ প্রসঙ্গে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাননি জালাল। তিনি জানান, সবকিছু চিন্তাভাবনা করেই মুশফিক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের।

আরও পড়ুন: ঢাকায় পড়তে এসে ধর্ষণের শিকার, কোলকাতায় পালিয়ে গেলেন মেডিকেল ছাত্রী।

জালাল বলেন, আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।

জালাল আরও বলেন, তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।

তবে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে নিজের অবসরের আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন মুশফিক। সেই চিঠি দেয়ার পরই ফেসবুক পোস্ট করেছেন তিনি।