০২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৭

রোববার আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান   © ফাইল ফটো

এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। এদিন মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। রোববার (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

দুই গ্রুপের মাঝে 'বি' গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ- দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং হংকংকে। এছাড়া বাংলাদেশকে হারিয়ে 'বি' গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর হংকংকে হারিয়ে 'এ' গ্রুপ থেকে পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে।  তার আগে দেখে নিন সুপার ফোরে কে কার মুখোমুখি হচ্ছে।

এশিয়া কাপ সুপার ফোরের সূচি:

৩ সেপ্টেম্বর (শনিবার): আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (শারজা)।
৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান (দুবাই)।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): ভারত বনাম আফগানিস্তান (দুবাই)।
৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৯ সেপ্টেম্বর (শুক্রবার): আফগানিস্তান বনাম পাকিস্তান (দুবাই)।

এশিয়া কাপের ফাইনাল:
১১ সেপ্টেম্বর (রবিবার): সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল (দুবাই)।