এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখার আশা সাকিবের
এশিয়া কাপে সর্বশেষ চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—এখন পর্যন্ত এশিয়া কাপের ১৩টি আসরের শিরোপা ভাগ করে নিয়েছে তিনটি দলই। এই তিন দলের বাইরে ফাইনাল খেলেছে শুধু বাংলাদেশই। এবার ছয় দলকে নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন একটি দল চ্যাম্পিয়ন হোক, এমন আশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের একটি অনুষ্ঠানে সাকিব বলেছেন, 'আমরা ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে যেকোনো দলকে পেতেই ভালো লাগবে। আশা করছি এবার কোনো নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।
আরও পড়ুন: ফিফা র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম
এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গিয়ে গতকালই প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেছেন, 'এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ফরম্যাটে কখন কী হয় তা বলা যায় না। নিশ্চিত করে বলা যায় না, কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ।' আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি। ’