এশিয়া কাপের ১০ ধারাভাষ্যকার চূড়ান্ত, বাংলাদেশ থেকে ১ জন
আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আবিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫ তম আসর। এই টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছে আগেই। দলগুলোর স্কোয়াডও চূড়ান্ত হয়েছে। এবার চূড়ান্ত হল ধারাভাষ্যকার প্যানেল। বাংলাদেশ থেকে সেই প্যানেলে সুযোগ পেয়েছেন একজন ধারাভাষ্যকার।
সরাসরি এশিয়া কাপের মূল পর্বে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। বাকি একটি দল আসবে বাছাই পর্ব থেকে। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য ১০ জন ধারাভাষ্যকার নির্বাচন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই তালিকায় বাংলাদেশ থেকে রয়েছেন একমাত্র আতাহার আলী খান। ধারাভাষ্যকার হিসেবে সবচেয়ে বেশি রয়েছে ভারতের।
এশিয়া কাপের জন্য ভারতের পাঁচ ধারাভাষ্যকার হচ্ছেন, দেশটির সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার। এছাড়াও পাকিস্তান থেকে আছেন দুইজন- কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে দর্শকদের আগ্রহের শীর্ষে ব্রাজিলের ম্যাচ
শ্রীলঙ্কা থেকে আছেন রাসেল আর্নল্ড। এশিয়ার বাইরে থেকে একমাত্র ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন নিউ জিল্যান্ডের স্কট স্টাইরিস। বাংলাদেশের আতহার আলি খানকে দিয়ে পূর্ণতা পেয়েছে ১০ জনের ধারাভাষ্যকারের প্যানেল।
সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলংকা।