শেষ ম্যাচে অধিনায়ক বদল, দলে মাহমুদউল্লাহ
নুরুল হাসান সোহানের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কত্ব পাননি তিনি। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
এর আগে, মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়ায় সোহানকে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। তবে পূর্বের মতো সহঅধিনায়কের আসনটি ফাঁকা রাখা হয়। সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। তবে শেষ ম্যাচের আগ মুহূর্তে আঙুলের চোটে ছিটকে গেলেন সোহান।
এর আগে, প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। এ ম্যাচে ৭ উইকেটে জয়ে সিরিজে ১-১ সমতা আনে টাইগাররা। সেই হিসেবে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। শেষ ম্যাচে বাংলাদেশের নবম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে টস করতে নামবেন তিনি।
এদিকে সোহান ছিটকে যাওয়ায় শেষ ম্যাচের জন্য মাহমুদউল্লাহকে আবার ফেরানো হয়েছে। ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ ইতিমধ্যেই জিম্বাবুয়েতে অবস্থান করছেন।
তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহান সোমবার হারারে থেকে দেশে ফিরবেন এবং তার চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।