ভোরে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল

ব্রাজিল সমর্থক
ব্রাজিল সমর্থক  © সংগৃহিত

নারীদের কোপা আমেরিকায় চলে ব্রাজিলের সমকক্ষ কেউ নেই। আট আসরের সাতটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আর এখন পর্যন্ত ১৯৯১ সালে শুরু হওয়া কোপা আমেরিকা ফেমেনিনার প্রতিটি আসরেই ফাইনাল খেলা একমাত্র দলও তারা। ব্রাজিলের এই একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে কলম্বিয়া?

রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে রেকর্ড অষ্টম কোপা আমেরিকা ফেমেনিনা জয়ের মিশনে মাঠে নামবে ব্রাজিল।

ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া উভয়ই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া এবং প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে পরাস্ত করে ব্রাজিল।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া।এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (৩০ জুলাই) প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।


সর্বশেষ সংবাদ