একসঙ্গে জাতীয় দলে পিতা-পুত্র, বাংলাদেশেই নয় এশিয়াতেও প্রথম

দাবাড়ু পিতা-পুত্র
দাবাড়ু পিতা-পুত্র  © সংগৃহীত

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসঙ্গে অংশ দিবে পিতা-পুত্র। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া এ টুর্নামেন্টে অংশ নেবেন। একইসঙ্গে পিতা-পুত্রের দাবা অলিম্পিয়াডে খেলার ঘটনা কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথম।

আগামী ২৯ জুলাই থেকে দাবার সবচেয়ে মর্যাদাকর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশর ১০ দাবাড়ু। দাবা অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল ভারত রওনা হবে বুধবার দুপুরে। 

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দুইজনই বলেছেন, তারা খুব রোমাঞ্চিত একসঙ্গে খেলতে যাওয়ার কারণে। ঘরোয়া প্রতিযোগিতায় এর আগে দুই জন একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ এটিই প্রথম। জিয়া-পুত্র তাহসিন বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্বপ্নের মতো লাগছে। আমি বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াড দেখতে অনেকবার বিদেশে গিয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি খেলতে যাবো সেটা কল্পনাও করিনি। আমি চেষ্টা করবো ভালো খেলার।’

আরও পড়ুন: ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট

নিজের ছেলে তাহসিন প্রসঙ্গে জিয়া বলেছেন, ‘তাহসিন এখন ফর্মে আছে। সে জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করেছে, প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। প্রিমিয়ার লিগে তাহসিন ছিল বাংলাদেশ বিমানে, আমি ছিলাম পুলিশে। আমরা প্রিমিয়ার লিগে দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছিলাম। আমার বিশ্বাস তাহসিন অলিম্পিয়াডে ভালো করবে।’

সুপার গ্র্যান্ডমাস্টার হয়ে বাবাকে ছাড়িয়ে যেতে চান ছেলে তাহসিন। সে সবার কাছে দোয়া কামনা করেন। 

মা তাসমিন সুলতানারও সময় কাটছে বেশ। এমনিতে জিয়ার সঙ্গে দেশে বাইরে প্রায় সব টুর্নামেন্টেই সঙ্গী হন। এখন স্বামী-ছেলের সঙ্গে ঘোরাঘুরিটা বরং বেড়েছে। তবে অলিম্পিয়াডে দুজনকে একসঙ্গে দেখবেন—এটা তাঁর কাছেও স্বপ্নের মতো, ‘এটা আসলে একটা স্বপ্নের মতোই ছিল। এত তাড়াতাড়ি তা পূরণ হয়ে যাবে, ভাবতে পারিনি। ’


সর্বশেষ সংবাদ