০৯ জুলাই ২০২২, ১৩:৫০

চুরি হয়ে গেল কামরান আকমলের কোরবানির খাসি

কামরান আকমল   © টিডিসি ফটো

কোরবানির জন্য ৯০ হাজার রুপি খরচ করে খাসি কিনেছিলেন পাকিস্তানি উইকেটরক্ষক কামরান আকমল। অথচ ঈদের কয়েকদিন আগে সেই খাসি তার বাড়ির সামনে থেকেই চুরি হয়ে গেল।

পাকিস্তানের লাহোরে বাস করেন কামরান আকমল। কোরবানির জন্য একদিন আগে ছয়টি খাসি কিনেছিলেন তিনি। লাহোরে নিজের হাউজিং সোসাইটিতে খাসিগুলো রাখা হয়েছিল। কামরান আকমলের বাবা জানিয়েছেন, খাসিগুলো দেখে রাখার জন্য বাড়ির কাজের একজন সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কুরবানির জন্য ৬টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামি ছাগলটিই নাকি চুরি হয়ে গেছে। পশুগুলো দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কামরান আকমলের বাবা জানিয়েছেন চোরের দল সবচেয়ে দামি ছাগলটি চুরি করে পালিয়েছে। ৯০ হাজার টাকাতে কেনা হয়েছিল চুরি যাওয়া ছাগলটি।

একটা সময় নিয়মিতই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কামরান আকমল। সর্বশেষ ২০১৭ সালে পাকিস্তানের হয়ে ম্যাচ খেলেন তিনি।

তার পুরো পরিবারই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। কামরানের ছোটভাই উমর আকমলও পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দাপটের সঙ্গে। আরেক ভাই আদনান আকমলও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তারা তিনভাই মূলত উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে কামরান-উমরের মতো দীর্ঘ হয়নি আদনানের ক্যারিয়ার।