আইসিসি র্যাংকিংয়ে ভারত এখন পাকিস্তানের পেছনে
একদিনের ক্রিকেটের র্যাংকিংয়ে এখন পাকিস্তানের পেছনে ভারত। পঞ্চম স্থানে নেমে গেছে ভারত, পাকিস্তান উঠে এসেছে চার নম্বরে। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠে এল পাকিস্তান। নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এ তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পঞ্চম স্থানে। সে সময় তাদের রেটিং ছিল ১০২। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচে হারিয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়েছে ১০৬। ভারতকে এক রেটিং পয়েন্টে পেছনে ফেলে দিয়েছে তারা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। বছরের শুরুতে হারের ফলে রেটিং পয়েন্ট আর বাড়েনি ভারতের। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত কোনো ধরনের ক্রিকেটে জিততে পারেনি।
আরো পড়ুন: ক্ষুধায় কষ্ট পাওয়া সেই ছেলেটিই লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড়
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তৃতীয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা অষ্টম, ওয়েস্ট ইন্ডিজ নবম এবং দশম স্থানে রয়েছে আফগানিস্তান।