২৩ মে ২০২২, ১১:০১

মাঠে নেমেই ৫ উইকেট নেই বাংলাদেশের

ব্যাটসম্যানকে আউট করে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উল্লাস  © ইএসপিএন ক্রিকইনফো

শ্রীরঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ধ্বসে পড়ল বাংলাদেশের প্রথম ইনিংস। মাত্র ৩০ রান তুলতেই নাই হয়ে গেছে ৫ উইকেট। মাঝে মুমিনুল হক আউট হতে একটু বেশি সময় নিয়েছেন। বাকিরা এসেই দ্রুত ফিরে গেছেন ড্রেসিংরুমে।

ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান ফিরেছেন ০ রানে। শান্ত ৮ ও অধিনায়ক মুমিনুল হক করেছেন ৯ রান। এরপর আবার সাকিব আল হাসান ফিরেছেন ০ রানে। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের রান যথাক্রমে ১৪ ও ০।

আরো পড়ুন: বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র সুরো কৃষ্ণ চাকমা

অধিনায়কের একটু ‘লড়াই’ বাদ দিলে মিরপুরের গরমে ব্যাটসম্যানদের ড্রেসিংরুমে ফেরার তাড়ণা দেখা গেল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ৪০ মিনিটেই হারিয়েছে ৫ উইকেট নেই। শ্রীলঙ্কার রাজিথা তিনটি ও ফার্নান্দে দুটি উইকেট নিয়েছেন।