বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © ফাইল ছবি

গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়ার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত এক বছরে ১৩৩ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার ১৫৬ কোটি টাকা।

সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী ম্যাগজিন ফোর্বস। সেই তালিকায় সবার উপরে রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই আর্জেন্টাইন 

বেশি আয় করা খেলোয়ারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস। গত এক বছরে ১২১.২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৫৩ কোটি টাকা) আয় করেছেন তিনি। জেমস বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় যিনি আয়ে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন৷

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা) আয় করেছেন তিনি । রোনালডোর ঠিক পরেই রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত এক বছরে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি টাকা) আয় করেছেন তিনি।