০৯ এপ্রিল ২০২২, ১২:১৮

সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন

সাকিব আল হাসান  © সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময়ে শ্বাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। পরে ওয়ানডে সিরিজ শেষ করে তিনি দেশে ফেরেন। তার শ্বাশুড়ি বেশি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করানো হয়। এসময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। দেশে ফিরে তিনি পরিবারকে সময় দেন।

আরও পড়ুন- নওগাঁর স্কুলে হিজাবকাণ্ডের পেছনে কী?

গত ১ এপ্রিল সাকিব মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। আলাইনার স্কুল চালু হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে আসতে হয়েছিলো। তবে সাকিবের স্ত্রী শিশির ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে দেশেই ছিলেন।