মেসি-নেইমার-এমবাপ্পে যাদুতে পিএসজির গোলবন্যা
লিগ ওয়ানে মেসি-নেইমার-এমবাপ্পের যাদুতে লরিয়েঁকে উড়িয়ে দিয়েছে পিএসজি। এর মাধ্যমে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল দলটি। রবিবার (৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে লরিয়েঁকে ১-৫ গোলে হারায় পিএসজি।
খেলায় এমবাপ্পে জোড়া গোল করেন। পাশাপাশি বাকি তিনটি গোলেই অবদান রাখেন। নেইমারও করেছেন দুটি গোল। আর অপর গোলটি মেসির। দুর্দান্ত আক্রমণে দ্বাদশ মিনিটেই লরিয়েঁর বিপক্ষে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিকে পাওয়া বল নিয়ে এমবাপ্পে ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন নেইমারকে। জোরাল শটে জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই তারকা।
আরো পড়ুন: দেখে নিন কাতার বিশ্বকাপের সময়সূচি
২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। নেইমারের পাস পেয়ে বাঁ দিকে বাড়ান ইদ্রিসা গেয়ি। বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন এমবাপ্পে। ৫৬ মিনিটে একটি গোল হজম করে পিএসজি। তবে ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে।
৭৩ মিনিটে গোল করেন মেসি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে পঞ্চম গোলটি করেন নেইমার। এর মাধ্যমে লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে এখন পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে দুইয়ে থাকা মার্সেইয়ের ১২ পয়েন্ট কম।